| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মাওলানা ফজলুর রহমান


পাক-আফগান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন মাওলানা ফজলুর রহমান


শেখ আশরাফুল ইসলাম     15 October, 2025     12:57 PM    


পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, “এর আগেও আমি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছি। প্রয়োজনে এখনো তা করতে পারি। আমি আফগান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, “এখন যেহেতু পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তাই উভয় পক্ষের উচিত একে অপরকে দোষারোপ না করা।”

তিনি আরও বলেন, “দুই দেশকেই উচিত পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা, পরস্পরকে উসকানি না দেওয়া; বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাকির ভারতের সফর নিয়ে কথা বলতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, “মুতাকির কাশ্মীর সম্পর্কে মন্তব্য নিয়ে বাড়াবাড়ি না করে আমাদের নিজেদের অবস্থানও পর্যালোচনা করা উচিত।”

তিনি প্রশ্ন তোলেন, “কাশ্মীর বিষয়ে পাকিস্তান কতবার তার নীতি পরিবর্তন করেছে? জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধানে আমরা আসলে কতদূর এগিয়েছি?”

ইমারাতে ইসলামিয়ার গোয়েন্দা সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, আফগানিস্তানের গোয়েন্দা ও সামরিক সক্ষমতা এখনো মজবুত পর্যায়ে আছে। অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বমানের এবং যথেষ্ট শক্তিশালী।

তিনি বলেন, “আমাদের রাষ্ট্রের ভাবা উচিত, এই সময়ে পশ্চিম সীমান্তে নতুন যুদ্ধফ্রন্ট খোলা কতটা সঠিক কৌশল?”